Saturday, 9 November 2024
Today is the most auspicious Gopashtami, Gosthastami, the disappearance day of Sri Dhananjay Pandit, Srila Gadadhar Das Goswami, and Sri Shrinivas Acharya Prabhu.
*** আজ পবিত্র গোপাষ্টামী, গোষ্ঠাষ্টমী ।
*** আজ শ্রীল ধনঞ্জয় পণ্ডিত, শ্রীল গদাধর দাস গোস্বামী, শ্রী শ্রীনিবাস আচার্য প্রভুর তিরোভাব তিথি ।
Today Srimad Bhagavatam class at 07:00 AM & Darshan Arati at 08:00 AM
*** আজ শ্রীমদ্ভাগবত ক্লাস সকাল ০৭ টায় হবে । এবং দর্শন আরতি সকাল ০৮ টায় ।
Today Amalapuran Srimad Bhagavatam class will be given by:
His Holiness Jayapataka Swami Maharaja
আজকে মন্দিরে বাংলা ভাষায় অমলপুরাণ শ্রীমদ্ভাগবত পাঠ করবেন:
শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ
Today Srimad Bhagavatam Hindi class will be given by:
His Holiness Jayapataka Swami Maharaja
Today Srimad Bhagavatam Russian class will be given by:
His Holiness Jayapataka Swami Maharaja
*** We would like to express our gratitude to Hema Rupa Mataji and family from Surat, for their kind donation for the gopastami Special outfit. Let’s chant once holy name for them.
*** আজকের এই গোপাষ্টমী তিথিতে শ্রী শ্রীরাধামাধবের বিশেষ পোশাকের জন্য আমরা শ্রীমতী হেমা রূপা মাতাজি এবং তাঁর সকল পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই । তাদের সকলের জন্য আমরা একবার হরিনাম জপ করবো ।
*** After Guru Puja in the temple, Srila Prabhupada Utsav Murti will be taken out in a procession to goshala with Krishna balaram & Cows – 08:45 a.m.
*** সকাল ০৮:৪৫ মিনিটে – গুরু পূজার পরে হরিনাম সংকীর্তন সহযোগে শ্রীল প্রভুপাদের উৎসব মূর্তি সহ শ্রীকৃষ্ণ-বলরাম এবং গোমাতাদের গোশালাতে নিয়ে যাওয়া হবে ।
*** ISKCON Sri Mayapur Goshala invites you and your family for Gopastami Mahotsav on 09th November 2024. Let’s gather to glorify, honour and worship Go-Mata & Gopal on the day when Sri Krishna took up the responsibility of caring and grazing of Cows.
Venue: Goshala Garden
SCHEDULE FOR THE FESTIVAL:
Go Puja – 06:30 a.m.
Maha-Yajna – 10:00 a.m.
Katha – 11:00 a.m.
Community Kids Program – 11:30 a.m.
Kirtan – 12:00 p.m. onwards
This Event will be telecasted LIVE on MAYAPUR TV channel
*** ইসকন শ্রী মায়াপুর গোশালার পক্ষ থেকে সকল ভক্তদের গোপাষ্টমী মহোৎসবের জন্য সাদর আমন্ত্রণ রয়েছে। আসুন আমরা আজকের এই বিশেষ দিনে গো-মাতা ও গোপালকে মহিমান্বিত,পূজা করার জন্য উপস্থিত হই। এইদিন থেকে শ্রী কৃষ্ণ বাল্য লীলাতে গাভীদের গো চারণের দায়িত্ব নিয়েছিলেন ।
• স্থান – গোশালা গার্ডেন ।
অনুষ্ঠান সূচী
• সকাল ০৬:৩০ মিনিটে – গো পূজা ।
• সকাল ১০ টায় – মহাযজ্ঞ ।
• সকাল ১১ টায় – কথা
• সকাল ১১:৩০ মিনিটে – মায়াপুরের আবাসিক ভক্ত শিশুদের অনুষ্ঠান ।
• দুপুর ১২ টায় – কীর্তন
বিঃদ্রঃ- সমস্ত অনুষ্ঠান মায়াপুর টিভিতে সরাসরি লাইভ সম্প্রচার এবং অনুবাদ করা হবে।
During this auspicious month in Damodar, a special Go-Puja will be performed at 6:15 am at Pancha-tattva Courtyard. Interested devotees can sponsor this Go-Puja and Ghee Lamp for the pleasure of Lord Damodar. For more details, please reach out to the Pujari Department or contact 9434067068
এই শুভ দামোদর মাসে পঞ্চতত্ত্ব প্রাঙ্গনে সকাল ৬:১৫ মিনিটে প্রতিদিন বিশেষ গো-পূজা অনুষ্ঠিত হবে।
আগ্রহী ভক্তরা ভগবান দামোদরজীর সন্তুষ্টির জন্য এই গো-পূজায় অংশ গ্রহণ করতে পারেন এবং ঘি-প্রদীপ স্পনসর করতে পারেন। বিস্ট্রেরিত জানার জন্য অনুগ্রহ করে পূজারা বিভাগের সঙ্গে যোগাযোগ করুন অথবা আপনি 9434067068 নাম্বারে যোগাযোগ করতে পারেন।
After Sandhya Arati devotees will sing Damodar Astakam for the pleasure of Lord Damodar and lamp will be offered to Sri Sri Yasoda Damodar Ji.
মন্দিরে সন্ধ্যা আরতির পর দামোদার-অষ্টকম কীর্তন হবে, এবং যশোদামা ও দামোদরজীকে দীপদান করা হবে।
*** Today’s Makhan Michri has sponsored by HG Rasesvari Susevini Devi Dasi. Let’s chant once holy name for her.
*** আজকে শ্রী রাধা দামোদরকে মাখন মিছরি প্রদান করেছেন শ্রীমতি রাসেস্বরী সুশেবিনি মাতাজী,তাঁর জন্য আমরা সবাই একবার হরিনাম জপ করবো ।
*** শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ প্রতিদিন সন্ধ্যা ৭:৩০ মিনিট থেকে রাত্রি ৮:৩০ মিনিট পর্যন্ত শ্রীমদ্ভাগবত থেকে ধারাবাহিক প্রবচন ভাগবত রসমাধুরী ক্লাস প্রদান করছেন। এই সেমিনার আপনারা ইস্কন বাংলা ইউটিউব চ্যানেল ও ইসকন বাংলা ফেসবুক পেজে লাইভ শ্রবন করতে পারবেন।
*** Every evening, HIs Holiness Jayapataka Swami Maharaja delivers class on the pleasing pastimes of Sri Chaitanya Mahaprabhu and His intimate associates from the rooftop of the Lotus Building. You can listen to this class in Bengali on Jayapataka Swami’s Bengali Facebook page and YouTube channel.
*** প্রতিদিন সন্ধ্যায় শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ শ্রীগৌরহরি এবং তাঁর অন্তরঙ্গ পার্ষদের অত্যন্ত আনন্দ-দায়ক লীলা কথার উপর লোটাস বিল্ডিং এর ছাদে প্রবচন প্রদান করছেন । এই প্রবচন আপনারা বাংলা ভাষায় জয়পতাকা স্বামী বাংলা ফেসবুক পেজে শ্রবণ করতে পারবেন।
*** Special Announcement for Today***
*** Candidates who have come for taking the Harinam initiation and brahmin initiation from HH Jayapataka Swami Guru Maharaj are requested to assemble at Lotus park at 6 am in the morning for registration and other formalities.
*** শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজের কাছ থেকে হরিনাম দীক্ষা ও ব্রাহ্মণ দীক্ষা নিতে আসা প্রার্থীদের রেজিস্ট্রেশন ও অন্যান্য আনুষ্ঠানিকতার জন্য সকাল ৬টায় লোটাস পার্কে সমবেত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
Announcement by: His Grace Jagatguru Joydev Prabhu
ISKCON Mayapur