Monday, 23 December 2024
Today Mahapuran Srimad Bhagavatam class will be given by:
HH Subhag Swami Maharaj (@Vyaspuja Pandal near Nityananda Kutir)
আজকে বাংলা ভাষায় মহাপুরান শ্রীমদ্ভাগবত পাঠ করবেন:
শ্রী শ্রীমৎ সুভগ স্বামী মহারাজ (@নিত্যানন্দ কুটিরের পাশে, ব্যাসপূজা প্যান্ড্যালে)
Today Srimad Bhagavad Hindi class will be given by:
HH Subhag Swami Maharaj
Today Srimad Bhagavad Russian class will be given by:
HG Mani Gopal Prabhu
সন্ধ্যা আরতির পর মন্দিরে বাংলা ভাষায় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করবেন:
শ্রীপাদ বংশী গোপীনাথ প্রভু
Today Srimad Bhagavad-Gita Hindi class will be given by:
HG Jivanuga Prabhu
*** Today most auspicious 85th Vyasa Puja Celebration of HH Subhag Swami Maharaj
*** আজ শ্রী শ্রীমৎ সুভগ স্বামী মহারাজের ৮৫ তম শুভ আবির্ভাব তিথি মহামহোৎসব।
*** Today His Holiness Subhag Swami Maharaj’s 85th Appearance Day (Day 3 of three days celebration)
Festival Schedule as follows: –
Venue- Festival Ground, Near Nityananda Kutir, Opposite to Prabhupada Village
• 07:45 AM – Srimad Bhagavatam class by HH Subhag Swami Maharaj
• 08:45 AM – Managalacharan & Kirtan.
• 09:30 AM – Glorification of Srila Prabhupada.
• 12:45 PM – Abhishek of Srila Prabhupada.
• 01:00 PM – Pushpanjali & Arti.
• 01:30 PM – Feast Prasadam.
আজকের অনুষ্ঠান সূচী
(স্থান – ফেস্টিভ্যাল ময়দান, নিত্যানন্দ কুটিরের পাশে, প্রভুপাদ ভিলেজের বিপরীতে)
• সকাল ০৭:৪৫ মিনিট – শ্রীমদ্ভাগবত ক্লাস প্রদান করবেন শ্রী শ্রীমৎ সুভগ স্বামী মহারাজ।
• সকাল ০৮:৪৫ মিনিট – মঙ্গলাচরণ এবং কীর্তন।
• সকাল ০৯:৩০ মিনিট – শ্রীল প্রভুপাদের মহিমা কীর্তন।
• দুপুর ১২:৪৫ মিনিটে – শ্রীল প্রভুপাদের অভিষেক।
• দুপুর ০১:০০ টায় – পুষ্পাঞ্জলি এবং আরতি।
• দুপুর ০১:৩০ মিনিটে – অনুষ্ঠানের শেষে সকল ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণ করা হবে।
*** There is Lunch Feast Prasadam for all the community devotees at 1.30 p.m. in the Main Prasadam Pandal, near Nityananda Kutir. There is no coupon system. Prasadam will be served via 8 different queues through the buffet system to facilitate the convenience of each and every devotee joining for the Prasadam.
*** For Srila Prabhupada disciples and Sannyasis, the Prasadam will be served in the VIP Prasadam Pandal next to the Main Prasadam Pandal.
*** মায়াপুরের সকল কমিউনিটি ভক্তদের জন্য দুপুর ১.৩০ মিনিটে ফিস্ট প্রসাদমের ব্যাবস্থা রয়েছে। স্থান – নিত্যানন্দ কুটিরের কাছে প্রধান ফেস্টিভ্যাল প্যান্ডেল। কোন কুপনের প্রয়োজনীয়তা নেই। প্রসাদমে যোগদানকারী প্রত্যেক ভক্তের সুবিধার্থে বুফে সিস্টেমের মাধ্যমে ৮টি ভিন্ন সারির মাধ্যমে প্রসাদম পরিবেশন করা হবে।
*** শ্রীল প্রভুপাদ শিষ্য এবং সন্ন্যাসীদের জন্য, মেন প্যান্ডেলের পাশে ভিআইপি প্রসাদম প্যান্ডেলে প্রসাদ পরিবেশন করা হবে।
*** Devotees intending to offer bhoga for Maharaj’s Vyasa Puja should reach out to Sripad Jai Krishna Prabhu in the green room adjacent to the main pandal by 11:00 AM with their bhoga. *** যে সকল ভক্তরা মহারাজের ব্যাস পূজার জন্য ভোগ নিয়ে আসতে চান তারা ভোগ নিয়ে সকাল ১১:০০ টার মধ্যে প্রধান প্যান্ডেল সংলগ্ন গ্রিনরুমে শ্রীপাদ জয় কৃষ্ণ প্রভুর কাছে পৌছাতে পারেন।
*** শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ প্রতিদিন সন্ধ্যা ৭:৩০ মিনিট থেকে রাত্রি ৮:৩০ মিনিট পর্যন্ত শ্রীমদ্ভাগবত থেকে ধারাবাহিক প্রবচন ভাগবত রসমাধুরী ক্লাস প্রদান করছেন। এই সেমিনার আপনারা ইস্কন বাংলা ইউটিউব চ্যানেল ও ইসকন বাংলা ফেসবুক পেজে লাইভ শ্রবন করতে পারবেন।
*** We invite all the devotees for Evening lecture by HH Jayapataka Swami Maharaj at Lotus rooftop on Sri Caitanya Siksamrta. You can join us directly on the roof of the Lotus Building or tune in live via the Jayapataka Swami Facebook page and YouTube channel.
*** প্রতিদিন সন্ধ্যায় লোটাস বিল্ডিংয়ের ছাদে শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ শ্রীচৈতন্য শিক্ষামৃতের উপর একটি আনন্দদায়ক ক্লাস প্রদান করছেন। গুরু মহারাজের সান্ধ্যকালীন ক্লাসে সকল ভক্তদের আমন্ত্রন। আপনারা সরাসরি লোটাস বিল্ডিং-এর ছাদে এসে শুনতে পারেন অথবা জয়পতাকা স্বামী বাংলা ফেসবুক পেজ ও ইউটুব চ্যানেলে লাইভ দেখতে পারেন।
*** Sri Mayapur Panchakrosh Parikrama has been organized on Thursday, December 26, 2024, starting at 6:00 AM. All devotees who wish to participate in this Parikrama are requested to register their names promptly, as it will assist us in making proper arrangements. Interested devotees may register their names by visiting Room No. 102, 2nd Floor, Lotus Building during the following times:
• 11:00 AM to 2:00 PM
• 5:00 PM to 7:30 PM
We eagerly look forward to your participation.
*** আগামী ২৬ ডিসেম্বর ২০২৪(বৃহস্পতিবার) সকাল ০৬ টায় শ্রী মায়াপুর পঞ্চক্রোশী পরিক্রমার আয়োজন করা হয়েছে। যে সকল ভক্তবৃন্দ এই পরিক্রমাতে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাঁদের দ্রুত নাম নতিভুক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে, এতে আমাদের ব্যাবস্থাপনা করতে সুবিধা হবে। আগ্রহী ভক্তরা নাম নতিভুক্ত করার জন্য লোটাস বিল্ডিং এর ২য় তলে ১০২ নং রুমে সরাসরি যোগাযোগ করতে পারেন। সময়- (সকাল ১১:০০টা থেকে দুপুর ০২:০০ এবং বিকাল ০৫:০০ থেকে সন্ধ্যা ০৭:৩০ মিনিট পর্যন্ত)।
*** Devotees are kindly informed that registration for the Sri Mayapur Panchkrosh Parikrama will be done from 06:30 AM to 8:00 AM at the Panchatattva Premises for your convenience. You are welcome to come directly to the venue during the specified time to complete your Parikrama registration.
*** ভক্তদের বিশেষ সুবিধার জন্য আজ থেকে পঞ্চতত্ত্ব প্রাঙ্গণে সকাল ০৬:৩০ মিনিট থেকে ০৮ টা পর্যন্ত শ্রী মায়াপুর পঞ্চক্রোশ পরিক্রমার রেজিস্ট্রেশন চলবে । আপনারা সরাসরি এখান থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিক্রমার রেজিস্ট্রেশন করাতে পারবেন।
Announcement by: His Grace Jagatguru Joydev Prabhu
ISKCON Mayapur