TODAY MAHAPURAN SRIMAD BHAGAVATAM CLASS WILL BE GIVEN BY:-
HG Jayagauri Mataji
আজকে বাংলা ভাষায় মহাপুরান শ্রীমদ্ভাগবত পাঠ করবেন:
শ্রীপাদ হরিপ্রসাদ প্রভু (হিন্দি ক্লাস)
TODAY SRIMAD BHAGAVAD HINDI CLASS WILL BE GIVEN BY:
HG Hari Parshad Prabhu
TODAY SRIMAD BHAGAVAD RUSSIAN CLASS WILL BE GIVEN BY:
HG Adi Kavi Prabhu
সন্ধ্যা আরতির পর মন্দিরে বাংলা ভাষায় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করবেন:
শ্রীপাদ সোমাপতি নিতাই প্রভু
TODAY HINDI SRIMAD BHAGAVAD GITA CLASS WILL BE GIVEN BY:
HG Guru Gaur Hari Prabhu
*** শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ প্রতিদিন সন্ধ্যা ৭:৩০ মিনিট থেকে রাত্রি ৮:৩০ মিনিট পর্যন্ত শ্রীমদ্ভাগবত থেকে ধারাবাহিক প্রবচন ভাগবত রসমাধুরী ক্লাস প্রদান করছেন। এই সেমিনার আপনারা ইস্কন বাংলা ইউটিউব চ্যানেল ও ইসকন বাংলা ফেসবুক পেজে লাইভ শ্রবন করতে পারবেন।
*** We invite all the devotees for Evening lecture by HH Jayapataka Swami Maharaj at Lotus rooftop on Sri Caitanya Siksamrta. You can join us directly on the roof of the Lotus Building or tune in live via the Jayapataka Swami Facebook page and YouTube channel.
*** প্রতিদিন সন্ধ্যায় লোটাস বিল্ডিংয়ের ছাদে শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ শ্রীচৈতন্য শিক্ষামৃতের উপর একটি আনন্দদায়ক ক্লাস প্রদান করছেন। গুরু মহারাজের সান্ধ্যকালীন ক্লাসে সকল ভক্তদের আমন্ত্রন। আপনারা সরাসরি লোটাস বিল্ডিং-এর ছাদে এসে শুনতে পারেন অথবা জয়পতাকা স্বামী বাংলা ফেসবুক পেজ ও ইউটুব চ্যানেলে লাইভ দেখতে পারেন।
*** On 26th January, (Sunday) Mayapur Tourism is conducting Gaura Mandala Darshan tour to Phulia, Halisahar, Kumarahatta – the birth place of Isvara Puri, Sripat of Sivanandasena and Bhajan kutir of Haridas Thakur . HH Bhakti Vighna vinashana Narasimha Swami maharaj will be accompanying the tour and giving Gaura Katha. It will be from 6 am to 5 pm, including lunch and breakfast. Limited seats! To book, please visit Mayapur Tourism office or call 7063573959
*** আগামী ২৬শে জানুয়ারী, (রবিবার) মায়াপুর ট্যুরিজম ফুলিয়া, হালিশহর, কুমারহট্ট – ঈশ্বর পুরীর জন্মস্থান, শিবানন্দসেনের শ্রীপাট এবং শ্রীহরিদাস ঠাকুরের ভজন কুটির – গৌর মণ্ডল দর্শন ভ্রমণের আয়োজন করেছে। শ্রী শ্রীমৎ ভক্তি বিঘ্ন বিনাশন নরসিংহ স্বামী মহারাজ এই ভ্রমণে সঙ্গী হবেন এবং গৌরকথা শুনবেন। সকাল ৬টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত চলবে, দুপুরের প্রসাদ এবং সকালের ব্রেকফাস্টের ব্যাবস্থা আছে। আসন সংখ্যা সীমিত! বুকিং করতে,আগ্রহী ভক্তরা দয়া করে মায়াপুর ট্যুরিজম অফিসে যোগাযোগ করতে পারেন অথবা ৭০৬৩৫৭৩৯৫৯ নম্বরে কল করতে পারেন ।
*** This evening at 5pm, the community children who attend the Krishna Lila Fun Club conducted by Supremi Ranga Devi mataji, will do a presentation on the 12 Mahajans. All of you are invited to come and relish this presentation and encourage the children.
***HG Murari Hari Prabhu, disciple of HDG A.C. Bhaktivedanta Swami Prabhupada, does kirtan seva in front of Sri Sri Radha Madhava. Currently, he is unwell and has been referred to Kolkata for treatment. Let us pray to Lord Sri Nrishimha Dev for his speedy recovery.
*** কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি এ.সি.ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের শিষ্য, শ্রীপাদ মুরারি হরি প্রভু, শ্রী শ্রী রাধা মাধবের সামনে কীর্তন সেবা করতেন। বর্তমানে,তিনি গুরুতর অসুস্থ এবং চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় রেফার করা হয়েছে। আসুন আমরা ভগবান শ্রী নৃসিংহ দেবের কাছে তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করি।
Announcement by: His Grace Jagatguru Joydev Prabhu
ISKCON Mayapur