হরে কৃষ্ণ, ভক্তগণ!
অনুগ্রহ করে আমাদের বিনম্র প্রণাম গ্রহণ করুন। শ্রীল প্রভুপাদের সকল মহিমা!

মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, আমরা শ্রী অদ্বৈত আচার্যের আবির্ভাব দিবস উদযাপন করবো! আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই এই বিশেষ দিনে বিকাল ৪টায় মন্দিরে অনুষ্ঠানে যোগ দিতে। সকল ভক্তদের জন্য নির্দিষ্ট স্থান রাখা হবে যাতে সবাই স্বাচ্ছন্দ্যে একত্রিত হতে পারেন এবং অনুষ্ঠানে অংশ নিতে পারেন। সন্ধ্যা আরতির জন্যও স্থান সংরক্ষিত থাকবে যাতে ভক্তরা অংশগ্রহণ করতে পারেন।

আমরা শ্রী অদ্বৈত আচার্যের মহিমা শ্রবণ করবো এবং সকল ভক্তদের আমন্ত্রণ জানাই তুলসী পাতা এনে ভগবানের চরণে অর্পণ করতে।

ভক্তগণ চাইলে পঞ্চতত্ত্বের উদ্দেশ্যে ভোগ প্রস্তুত করেও আনতে পারেন।

আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আসুন এবং একসঙ্গে শ্রী অদ্বৈত আচার্যের আবির্ভাব দিবস উদযাপন করুন। আসুন, আমরা পঞ্চতত্ত্বের, বিশেষত অদ্বৈত আচার্যের কৃপা লাভের জন্য আনন্দে নাচি ও কীর্তন করি!

আমরা আপনাদের সবাইকে সেখানে দেখতে আশা করি!

আপনাদের সেবক,
পঞ্চতত্ত্ব উৎসব উদযাপন দল