ANNOUNCEMENT
(31.12.2024, Tuesday)

TODAY MAHAPURAN SRIMAD BHAGAVATAM CLASS WILL BE GIVEN BY:-
HG Srivas Prabhu

আজকে বাংলা ভাষায় মহাপুরান শ্রীমদ্ভাগবত পাঠ করবেন:
শ্রীপাদ হরিনাম কৃপা সিন্ধু প্রভু
TODAY SRIMAD BHAGAVAD HINDI CLASS WILL BE GIVEN BY:
HG Hari Kirtan Prabhu

TODAY SRIMAD BHAGAVAD RUSSIAN CLASS WILL BE GIVEN BY:
HG Madhavananda Prabhu
*** Today auspicious appearance day of Srila Lochana Das Thakura.
*** আজ শ্রীল লোচন দাস ঠাকুরের আবির্ভাব তিথি ।

*** শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ প্রতিদিন সন্ধ্যা ৭:৩০ মিনিট থেকে রাত্রি ৮:৩০ মিনিট পর্যন্ত শ্রীমদ্ভাগবত থেকে ধারাবাহিক প্রবচন ভাগবত রসমাধুরী ক্লাস প্রদান করছেন। এই দুটি সেমিনার আপনারা ইসকন বাংলা ইউটিউব চ্যানেল ও ইসকন বাংলা ফেসবুক পেজে লাইভ শ্রবন করতে পারবেন।

*** We are cordially invited for a delightful class on Sri Caitanya Siksamrta by HH Jayapataka Swami Maharaj every evening on the roof of the Lotus Building. You can come directly at Lotus Roof top or tune in live via the Jayapataka Swami Facebook page and YouTube channel.
*** প্রতিদিন সন্ধ্যায় লোটাস বিল্ডিংয়ের ছাদে শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ শ্রীচৈতন্য শিক্ষামৃতের উপর একটি আনন্দদায়ক ক্লাস প্রদান করছেন। আপনারা সরাসরি লোটাস বিল্ডিং এর ছাদে আসতে পারেন অথবা জয়পতাকা স্বামী বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইভ শ্রবণ করতে পারেন।

*** Dear Devotees!!! Gita Mela is being held in the field next to our Govinda’s Restaurant. The Gita Mela features exciting quizzes, slide shows, Gita dramas, various cultural programs, and a variety of stalls. This fair will continue until January 5th. All devotees are cordially invited to participate in the Gita Mela.

*** সুধী ভক্তবৃন্দ আমাদের গোবিন্দাস রেস্তরার পাশে ময়দানে গীতা মেলা চলছে, গীতা মেলায় থাকছে আকর্ষণীয় কুইজ, স্লাইড শো, গীতা ড্রামা, ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং বিভিন্ন প্রকারের দোকান । আগামী ৫ ই জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে । সকল ভক্তদের গীতা মেলায় সাদর আমন্ত্রণ ।

***Today, On 31st December 2024 from 4:00 PM to 9:30 PM, a grand Harinam Sankirtan will be held at the Panchatattva Temple Hall. Let us all come together and bid farewell to the old year through the melodious Harinam Sankirtan and welcome the English New Year 2025. All devotees are cordially invited to join this “New Year’s Eve” Maha Harinam Sankirtan. Delicious Prasadam will be served after the kirtan.

*** আজ ৩১শে ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৪ টা থেকে রাত্রি ০৯:৩০ মিঃ পর্যন্ত, পঞ্চতত্ত্ব মন্দিরে এক বিশাল হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে আসুন আমরা সকলে একত্রিত হই এবং মাধুর্যপূর্ণ সংকীর্তনের সুরের মাধ্যমে পুরোনো বছরকে বিদায় জানিয়ে, ইংরেজি নববর্ষ ২০২৪ কে স্বাগত জানাই। সমস্ত ভক্তদের এই “নববর্ষের প্রাক্কালে” মহা হরিনাম সংকীর্তনে যোগদানের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। কীর্তনের পর সবাইকে সুস্বাদু প্রসাদ পরিবেশন করা হবে।

* Devotees those who have participated in PANCHAKROSHE PARIKRAMA 2024 are requested to collect their PARIKRAMA CERTIFICATE upon showing your registration belt or money receipt at Lotus building 2nd floor, Room no 102 timing 11:00 am to 1:30PM and 5:30 PM to 6:30 PM.
* যে সকল ভক্তরা পঞ্চক্রোশ পরিক্রমা ২০২৪ -এ অংশগ্রহণ করেছেন তাদের লোটাস বিল্ডিং ২য় তল নং রুম ১০২ থেকে আপনার রেজিস্ট্রেশন বেল্ট অথবা মানি রসিদ দেখিয়ে পরিক্রমা শংসাপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। সময়ঃ- সকাল ১১:০০ টা থেকে দুপুর ০১:৩০ এবং বিকেল ০৫:৩০ থেকে ০৬:৩০ পর্যন্ত।

Announcement by: His Grace Jagatguru Joydev Prabhu
ISKCON Mayapur