TODAY AUSPICIOUS GAURA PURNIMA FESTIVAL INAUGURATION
*** AFTER GURUPUJA AT TEMPLE SRILA PRABHUPADA will be brought to Lotus Park along with grand procession.
*** আজকে মন্দিরে গুরু পূজার পরে শ্রীল প্রভুপাদকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে লোটাস পার্কে নিয়ে যাওয়া হবে।
FLAG HOISTING CEREMONY 2025 PROGRAM SCHEDULE AS FOLLOWS:
07:50 AM Shorasa Upachar Puja সকালঃ ০৭:৫০- ষোড়শ উপচার পূজা ।
08:00 AM Shasti Bachana সকালঃ ০৮:০০- স্বস্তি বচন ।
08:05 AM lecture by senior devotees সকালঃ ০৮:০৫- বরিষ্ঠ বৈষ্ণবদের দ্বারা বক্তৃতা।
08:40AM GBC Report by GBC Chairman সকাল ০৮:৪০ – জিবিসি চেয়ারম্যান দ্বারা রিপোর্ট
8:45 AM Flag Hoisting সকালঃ ০৮:৪৫- গরুড় ধ্বজ পতাকা উত্তোলন।
8:50 AM Aarati সকালঃ ০৮:৫০- আরতি ।
*** Today Fasting for Vijaya Ekadashi. Disappearance day of Srila Ishwara Puri.
*** আজ বিজয়া একাদশীর উপবাস । শ্রীল ঈশ্বরপুরীপাদের তিরোভাব তিথি ।
*** After sandhya arti there will be Maha Harinam Sankirtan.
*** সন্ধ্যা আরতির পরে মন্দিরে গীতা পাঠের পরিবর্তে মহাহরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে ।
• Today Evening at 6.30 PM Deity Report & KIRTAN MELA ADHIVAS @ 07:00 PM.
• আজ ডেইটি রিপোর্ট এবং কীর্তন মেলার অধিবাস সন্ধ্যা ০৭ টায় ।
VENUES FOR PRASADAM
Srila Prabhupada Disciples Sanyasis & Donors Srila Prabhupad Kitchen next to Vamshi Bhavan
Bramhachari Devotees Bramhachari Prasadam Hall
Visiting Devotees Gita Prasadam Hall, Gada Prasadam Hall & Annadan Complex
*** Today Breakefast & Lunch Prasadam & GBCs Prasadam has sponsored by HH Jayapataka Swami Maharaj.
*** Let’s chant once holy name for HH Jayapataka Swami Maharaj’s good health and his blessings for all of us.
*** শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ ব্রেকফাস্ট প্রসাদ, লাঞ্চ প্রসাদ এবং জিবিসি প্রসাদ স্পনসর করেছেন। আমরা সকলে একবার তাঁর সুস্বাস্থ্য এবং আমাদের সকলের জন্য তাঁর আশীর্বাদ প্রার্থনা করে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করব ।
• Today Break Fast time : 9.30 AM to 10.00 AM.
• And Lunch Time : 2 PM to 3 PM.
* Breakfast : সকাল ০৯:৩০-১০:০০ পর্যন্ত
* Lunch : দুপুর ০২:০০ টো থেকে ০৩:০০ টা পর্যন্ত
*** Devotees those who have come for Gaura Purnima Festival 2025 and staying in our ISKCON guest houses please register yourself and collect Festival free Coupons.
Coupon distribution Time- 10:00AM to 01:00PM & 04:00PM to 06:00PM.
Venue is Festival Registration booth East side of Gita Bhavan. Please bring room registration paper with you.
*** যে সমস্ত ভক্তবৃন্দ গৌরপূর্ণিমার জন্য আমাদের গেস্ট হাউস গুলিতে আছেন,তাদের সকলকে গৌরপূর্ণিমা ২০২৫ অনুষ্ঠানের ফ্রি প্রসাদ কুপন সংগ্রহ করার অনুরোধ জানানো হচ্ছে । কুপন বিতরনের সময় সকাল ১০:০০টা থেকে দুপুর ০১:০০ টা এবং বিকাল ০৪:০০ টা থেকে সন্ধ্যা ০৬:০০ টা, স্থানঃ- গীতা ভবনের পূর্ব পাশে ফেস্টিভ্যাল বুথ ।
*** শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ প্রতিদিন সন্ধ্যা ৭:৩০ মিনিট থেকে রাত্রি ৮:৩০ মিনিট পর্যন্ত শ্রীমদ্ভাগবত থেকে ধারাবাহিক প্রবচন ভাগবত রসমাধুরী ক্লাস প্রদান করছেন। এই দুটি সেমিনার আপনারা ইসকন বাংলা ইউটিউব চ্যানেল ও ইসকন বাংলা ফেসবুক পেজে লাইভ শ্রবন করতে পারবেন।
*** We are cordially invited for a delightful class on Sri Caitanya Siksamrta by HH Jayapataka Swami Maharaj every evening on the roof of the Lotus Building. You can come directly at Lotus Roof top or tune in live via the Jayapataka Swami Facebook page and YouTube channel.
*** প্রতিদিন সন্ধ্যায় লোটাস বিল্ডিংয়ের ছাদে শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ শ্রীচৈতন্য শিক্ষামৃতের উপর একটি আনন্দদায়ক ক্লাস প্রদান করছেন। আপনারা সরাসরি লোটাস বিল্ডিং এর ছাদে আসতে পারেন অথবা জয়পতাকা স্বামী বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইভ শ্রবণ করতে পারেন।
*** Hare Krishna! Dear devotees, we invite you to sponsor Prasadam for the devotees during the Gaura Purnima Festival. There are still some opportunities available for sponsorship. Interested Devotees are requested to reach out to us at Lotus Building 1st floor, Room No. 102.
*** হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আপনারা গৌর পূর্ণিমা উৎসব উপলক্ষে ভক্তদের প্রতিদিনের জন্য প্রসাদ স্পন্সর করার বিশেষ সুযোগ নিতে পারেন । এখন কিছু স্পন্সরশীপ করার সুযোগ রয়েছে । আগ্রহী ভক্তরা লোটাস বিল্ডিং ১ম তল ১০২ নং রুমে যোগাযোগ করতে পারেন ।
*** Beware of Pick pockets during festival Time.
*** দয়া করে পকেটমারদের থেকে সাবধান থাকবেন ।
*** Be careful while taking bath in the Ganges. Please don’t cross the barricade.
*** যে সমস্ত ভক্তবৃন্দ গঙ্গা স্নানে যাচ্ছেন, তারা সর্বদা সতর্ক থাকেবেন । দয়া করে ব্যরিকেড অতিক্রম করবেন না ।
Announcement by: His Grace Jagatguru Joydev Prabhu
ISKCON Mayapur